ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিচারব্যবস্থা নিয়ে বিদেশিদের বিবৃতি অগ্রহণযোগ্য : ১৩ সাংস্কৃতিক ফেডারেশন

আরটিভি নিউজ

শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম বন্ধ করতে বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ বিশিষ্ট ব্যক্তির খোলা চিঠিকে একটি দেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল বলে মনে করছে বাংলাদেশের জাতীয় ভিত্তিক ১৩টি সাংস্কৃতিক ফেডারেশন। 

বিজ্ঞাপন

শুক্রবার এক যৌথ বিবৃতিতে ফেডারেশনগুলো বলেছে, বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে বিদেশিদের বিবৃতি অগ্রহণযোগ্য।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিশিষ্ট ব্যক্তিরা শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন। তাদের এ আহ্বান আইনের শাসন এবং একটি দেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। 

বিজ্ঞাপন

‘বেআইনি এবং অনভিপ্রেত’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ১৩ ফেডারেশনের নেতারা। ওই ১৬০ জনের এ বিবৃতির সঙ্গে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখার জন্য সাংস্কৃতিক সংগঠনগুলো সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিদাতা সংগঠনগুলো হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |