ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা যে তারিখে হতে পারে

আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩ , ০৬:৫৭ পিএম


loading/img
ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষা নেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি ভালো। বড় কোনো সমস্যা না হলে আশা করছি চলতি মাসের ২৪ অথবা ২৫ তারিখ মৌখিক পরীক্ষা শুরু করতে পারব।

বিজ্ঞাপন

এদিকে এনটিআরসিএ সূত্রে জানায়, চলতি মাসে মৌখিক পরীক্ষা শেষ করে ডিসেম্বরে শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। দীর্ঘ প্রায় তিন বছর পর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। 

এরপর চলতি বছরের ৫ ও ৬ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৩০ আগস্ট লিখিত পরীক্ষার ফলাফলে ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |