ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

আরটিভির সিনিয়র রিপোর্টার খান আল আমিনের বাবার ইন্তেকাল

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ , ১০:৫২ পিএম


loading/img
ফাইল ছবি

আরটিভির সিনিয়র রিপোর্টার খান আল আমিনের বাবা মো. শফিকুল ইসলাম খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি কুমিল্লায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। মো. শফিকুল ইসলাম খান দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মো. শফিকুল ইসলাম খান বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে এশার নামাজের পর আকস্মিক তার মৃত্যু হয়। শনিবার সকালে তাকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার দৌলতপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

মো. শফিকুল ইসলাম খানের মৃত্যুতে আরটিভির চেয়ারম্যান এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু এবং আরটিভির সিইও সৈয়দ আশিক রহমানসহ আরটিভি পরিবার শোক প্রকাশ করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |