ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

লস এঞ্জেলেসে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি’র আয়োজনে দুর্গোৎসব

যুক্তরাষ্ট্রের (লস এঞ্জেলস) প্রতিনিধি

সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ , ০৭:১৫ পিএম


loading/img

হলিউড খ্যাত লস এঞ্জেলসে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাক, ঢোল, কাঁসর ঘণ্টা, উলুধ্বনি আর পুরোহিতের চণ্ডীপাঠে দেবীর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন

ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে লস এঞ্জেলসে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিপুল সংখ্যক ভারতীয় সনাতন ধর্মাবলম্বীরা উৎযাপন করছেন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব।

অমর হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্চয় ঘোষের পরিচালনায় চার্চ অব সাইনটোলজিতে ৩ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব আয়োজন করেছেন বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি। এ সময় উপস্থিত ছিলেন কনসাল জেনারেল সামিয়া আনজুম, বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি প্রতিষ্ঠাতা সুবর্ন নন্দী তাপস, সহসভাপতি বিপুল চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় সাজিয়া হক মিমি ও মিথুন চৌধুরীর সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করেন লস এঞ্জেলসের বিখ্যাত কণ্ঠশিল্পী মিতালী কাজল। পূজাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে প্রতিমায় শিল্পীর শৈল্পিক কারুকাজে মনোমুগ্ধকর করে সজ্জিত করার পাশাপাশি সাজানো হয়েছে নানা রংবেরঙে আর বর্ণিল আলোকসজ্জায়।

পুরোহিত কমলেন্দু গাঙ্গুলির তত্বাবধানে পূজামণ্ডপে পূজারি ও ভক্তরা সমবেত হয়ে ধর্মীয় অর্চনার মধ্য দিয়ে নিজেদের এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে লস এঞ্জেলসের ৩ দিনব্যাপী এ মহোৎসব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |