ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

২০২৪ সালে কবে কবে ৩ থেকে ৫ দিনের ছুটি মিলতে পারে

আরটিভি নিউজ

শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ , ১০:৩৬ এএম


loading/img
ছবি- সংগৃহীত

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।

বিজ্ঞাপন

ব্যস্ত জীবনে টানা তিন থেকে এর বেশি দিনের ছুটি পেতে সরকারি ছুটির পঞ্জিকায় বছরের শুরুতেই চোখ রাখেন কর্মজীবী মানুষেরা। এসব বিষয়ের ওপর ভিত্তি করেই বিয়ের অনুষ্ঠান, পারিবারিক মিলনমেলা, আত্মীয়স্বজনের বাড়ি কিংবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা সাজান। একনজরে দেখে নিতে পারেন ২০২৪ সালের বড় ছুটির দিনগুলো।

১৫-১৭ মার্চ (৩ দিন) : ২০২৪ সালে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পড়েছে রোববার। তবে এর আগের দুইদিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মোট ৩ দিন ছুটি হয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

৫-৭ এপ্রিল : ২০২৪ সালে শব-ই-কদর পড়েছে ৭ এপ্রিল। এর আগের দুইদিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মোট ৩ দিন ছুটি হয়ে যাচ্ছে।

ঈদুল ফিতর (৩ দিন) : ২০২৪ সালে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা ১১ এপ্রিল। সরকারি ছুটির দিন হিসেবে এদিন বৃহস্পতিবার। অন্যদিকে ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। পাশাপাশি ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। এ ছাড়া ১৪ এপ্রিল বাংলা নববর্ষ নির্বাহী আদেশে সরকারি ছুটি। তাই এবার টানা পাঁচদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে বিষয়টি পুরোপুরি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ঈদ-উল-আজহা : ২০২৪ সালে ঈদ-উল-আজহা পড়েছে সোমবার ১৭ জুন। এর আগে ও পরের দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। তবে সবমিলিয়ে পাঁচদিন ছুটি পাচ্ছেন কর্মজীবীরা। কেননা, ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল পুরো বিষয়টি।

বিজ্ঞাপন

১৫-১৭ আগস্ট : ২০২৪ সালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পড়েছে বৃহস্পতিবার। তবে এরপর দুইদিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় টানা তিনদিন ছুটি মিলবে।

১১-১৩ অক্টোবর : ২০২৪ সালে দুর্গাপূজার ছুটি পড়েছে ১৩ অক্টোবর। এর আগে ১১ ও ১২ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে টানা তিনদিন ছুটি পাচ্ছেন কর্মজীবীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |