ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

যেসব জায়গায় শনিবারও বৃষ্টি থাকবে

আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩ , ০৭:২৯ পিএম


loading/img
ফাইল ছবি

মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে গত দুইদিন ধরে সারাদেশে বৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ ডিসেম্বর) কিছুটা কম থাকলেও মেঘে ছেয়ে যায় আকাশ। তবে, শনিবারও দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার বিকেলের পর থেকে দেশের বেশির ভাগ জায়গায় বৃষ্টিপাত কমে আসলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় শনিবারেও বৃষ্টি থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শীতের প্রভাব কম রয়েছে। তবে দু-এক দিনের মধ্যেই রাজধানীসহ সারাদেশে শীত পড়তে শুরু করবে। মাসের মাঝামাঝিতে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ১০ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। উত্তরাঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে।

এদিকে গত ৪৮ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪৬ মিলিমিটার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |