ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

পরিবার, বন্ধু-বান্ধবদের নিরাপদ রাখতে ‘ইমো নাউ’

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ , ০৩:৩৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

‘শেয়ারিং ইজ কেয়ারিং’-ধারণা থেকে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি লোকেশনভিত্তিক শেয়ারিং ও ইন্টার‍্যাকশন ফিচার ‘ইমো নাউ’ নিয়ে এলো ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। ফিচারটি ব্যবহারকারীদের নিরাপত্তা বৃদ্ধি করবে।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের সঙ্গে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা একসঙ্গে থাকতে ইমো একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যেন ব্যবহারকারীরা পরিবারের সদস্যদের সাঙ্গে লোকেশন ও পরিস্থিতির তথ্য শেয়ার করার সুযোগ পান। ফিচারটি একদিকে কেবল দুশ্চিন্তাই কমাবে না, পাশাপাশি পরিবারের সদস্যদের দূরত্ব যাই হোক না কেন সবসময় তাদের কাছাকাছি রাখবে।

যেসব পরিবারের অর্থোপার্জনকারী সদস্যরা ভিন্ন কোনও শহর বা দেশে থাকেন, যেমন প্রবাসী শ্রমিকরা নিরাপত্তা ও হোমসিকনেসের কারণে উদ্বিগ্ন থাকেন। এসব ক্ষেত্রে তারা কোথায় আছেন তা পরিবারের সদস্যদের জানাতে ‘ইমো নাউ’ খুব কার্যকরী হবে।

বিজ্ঞাপন

ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ইমো’র কার্যকরী ভয়েস ও ভিডিও কলিং সেবার মাধ্যমে দূরত্ব কমিয়ে পরিবারগুলোকে কাছাকাছি রাখতে পেরে আমরা আনন্দিত। পরিবারের সব সদস্যকে কানেক্টেড রাখতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সদস্যদের দুশ্চিন্তা কমাতে নতুন এই ইমো নাও লোকেশন শেয়ারিং ফিচার নিয়ে এসেছি আমরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |