• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভার তারিখ ঘোষণা

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৪, ১৫:৫৩
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভার তারিখ ঘোষণা
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, প্রথম পর্বের মৌখিক পরীক্ষা আগামী ১৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমে মৌখিক পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে।

প্রথম ধাপে (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলা) পরীক্ষা দিতে তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন প্রার্থী আবেদন করেছিলেন। গত ৮ ডিসেম্বর এই ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে ৯ হাজার ৩৩৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

এদিকে, দ্বিতীয় ধাপের (ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগ) পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ধাপে চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন প্রার্থী আবেদন করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ আপাতত স্থগিত
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
বিসিএসে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমাল পিএসসি
প্রাথমিকে ২০৮ জনের পদ খালি রাখতে হাইকোর্টের নির্দেশ