ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

৭ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:৪২ এএম


loading/img
১৯৭৪ সালের এই দিনে মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে।

আজ বুধবার ফেব্রুয়ারি ২০২৪ এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

বিজ্ঞাপন

ঘটনাবলি:

১৩৫৭ইরানের জনগণ সেনাবাহিনীর মধ্যে সংহতি সৃষ্টি হয়

বিজ্ঞাপন

১৭৯২অস্ট্রিয়া প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে

১৮৫৬অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন

১৮৬৫ইংরেজিপলমল গ্যাজেটপ্রথম প্রকাশিত হয়

বিজ্ঞাপন

১৯৭৪মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে

বিজ্ঞাপন

১৯৯১পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট- ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে

১৯৯২অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি সাক্ষরিত হয়

জন্ম:

১৭০০ফরাসি ভৌগোলিক মানচিত্রকার ফিলিপ বুয়েশ জন্মগ্রহণ করেন

১৮১২ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স জন্মগ্রহণ করেন

১৮৩৭অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারি সম্পাদক জেমস হেনরি মারি জন্মগ্রহণ করেন

১৮৭০অস্ট্রীয় মনস্তত্তবিদ আলফ্রেড এ্যাডলার জন্মগ্রহণ করেন

১৮৭১আমাশা রোগের জীবাণু আবিস্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশি জন্মগ্রহণ করেন

১৮৮৫ -   মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক নাট্যকার সিনক্লেয়ার লুইস এর জন্মগ্রহণ করেন

১৯০৪চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন

১৯৫৮ইংরেজ বিজ্ঞান লেখক ম্যাট রিডলি জন্মগ্রহণ করেন

২০০১  -  মার্কিন ভাষাবিজ্ঞানী দার্শনিক জেরল্ড ক্যাট্ জন্মগ্রহণ করেন

মৃত্যু:

১৮৯৪বিখ্যাত সুর স্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্স ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন

১৯৭৯সাহিত্যিক কমলকুমার মজুমদার মৃত্যুবরণ করেন

১৯৮২বিপ্লবী কমিউনিস্ট নেতা মার্কসবাদী লেখক অনিল মুখার্জি মৃত্যুবরণ করেন

১৯৯৯জর্দানের সাবেক বাদশাহ হোসেন বিন তালাল পরলোকগমন করেন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |