কানাডার মূলধারার রাজনীতিবিদ আর বিপুল সংখ্যক বিভিন্ন পেশার বাংলাদেশি কানাডিয়ান অভিবাসীদের উপস্থিতিতে বাঙালির অভিবাসন ও অভিবাসী জীবন নিয়ে ‘কানাডা-বাংলাদেশ ডায়াস্পোরা জীবন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
টরেন্টোর বাংলাদেশ সেন্টারে প্রকাশনা উৎসবে আয়োজন করা হয়। সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বর্তমানে কানাডায় বসবাসকারী সনদপ্রাপ্ত অভিবাসন পরামর্শক মাহমুদা নাসরিন বইটি রচনা করেন। প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। এরপর বইটির গুরুত্ব তুলে ধরে আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানাডার হাউস অব কমন্স সদস্য সালমা জাহিদ, অন্টারিও প্রাদেশিক আইনসভার সদস্য অ্যান্ড্রিয়া হ্যাজেল ও টরন্টো সিটি করপোরেশনের কাউন্সিলর প্রার্থী কান্ডাভেল। এছাড়াও আলোচনায় অংশ নেন সাংবাদিক সৈকত রুশদী, সাংবাদিক শওগত আলী সাগর, বিশিষ্ট রিয়েলটর সাবেক অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ।
কানাডার জনপ্রতিনিধি এবং বাংলাদেশী কানাডিয়ান বক্তারা আশা করেন বাংলা ভাষায় লেখা এই বইটি বহু ভাষা, সংস্কৃতি ও জাতির দেশ কানাডার জীবনধারার সাথে পরিচিতির উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
যারা সঠিকভাবে কানাডায় আসেন এবং যারা কানাডায় অভিবাসন করতে চান তাদের সঠিক তথ্য অনুসরণ করার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, সেক্ষেত্রে মাহমুদা নাসরীনের লেখা এই বইটি সঠিক পথের সন্ধান দিতে পারে এবং মানুষকে বিভ্রান্ত না হতে সহায়তা করতে পারে।
পরিশেষে, বইয়ের লেখন মাহমুদা নাসরীন, রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, বইটির বিভিন্ন প্রেক্ষাপট ও বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য দেওয়ার পাশাপাশি অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।