ঢাকাTuesday, 08 July 2025, 24 Ashaŗh 1432

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

আরটিভি নিউজ

রোববার, ০৫ মে ২০২৪ , ০৪:৫৭ পিএম


loading/img
ফাইল ছবি

দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৫ মে) রাত ১১টা ৫৯ মিনিট থেকে জিএসটির ওয়েবসাইটে ঢুকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

বিজ্ঞাপন

জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে রোববার দুপুরে ‘বি’ ইউনিটের ফলাফল তুলে দেওয়া হয়। বিকেলে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

ঘোষিত ফলাফলের তথ্যমতে, ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৮৫ হাজার ৫৪৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে ৩১ হাজার ৮১ জন শিক্ষার্থী পাস করেছেন।  এছাড়া ২৩ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে।

বিজ্ঞাপন

ফলাফল প্রকাশের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাসিম আখতার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, টেকনিক্যাল উপ-কমিটির অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |