কবি জিয়া হকের ছড়া ‘আম্মু আমার’
আম্মু আমার জবাফুলের মতো
লজ্জাতে লাল চক্ষু অবনত
গন্ধ বিলায় যেন গোলাপ-রানি
আম্মু আমার ঠান্ডা কলের পানি।
আম্মু আমার নীল আকাশের দিল
আতরমাখা জোসনা কী স্বপ্নীল
হাসনাহেনার ডালে জোনাক পোকা
আম্মু আমার শিউলি থোকা থোকা।
সন্ধ্যা নদীর ইলিশ ধরা দিন
আম্মু আমার একের ভেতর তিন
কাঠগোলাপের মতোই সাদাসিধা
আম্মু আমার ছেলের সুখে ফিদা।
বউ কথা কও কোকিল পাখির সুর
আম্মু আমার ছন্দ সমুদ্দুর
ফসল ভরা মাঠের পরে মাঠ
আম্মু আমার শাহজাদি সম্রাট।
একজীবনে সুখের ডালি ভরা
আম্মু আমার গান কবিতা ছড়া
চোখ জুড়ানো পাগল করা ছবি
আম্মু আমার দীপ্ত আলোর রবি।
মন্তব্য করুন
জানা গেল ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি এবং জুনের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে।
রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসন এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রগুলো জানিয়েছে, বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার। আগামী বছরের (২০২৫ সালের) পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।
এ বিষয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার জানান, আগামী মার্চে এবার রমজান মাস চলবে। আগামী ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। প্রস্তুতি চলছে রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার।
তিনি আরও জানান, আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। ওই ঈদের পর আমরা এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছি। সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে।
আরটিভি/এসএপি-টি
২০২৫ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা আমিরাতের
মধ্যপাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু করেছে। ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে।
সোমবার (২৮ অক্টোবর) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরব আমিরাতে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়েছে। হিজরি পঞ্চম মাস জমাদিউল আউয়াল মাসের চাঁদের ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। আগামী ৩ নভেম্বর এই মাসের চাঁদ দেখা যেতে পারে। এরপরই জানা যাবে কবে শুরু হবে রমজান।
আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর বলে জানিয়েছেন দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।
আরটিভি/এসএপি
ফজর নামাজ কাজা হলে আদায়ের বিধান
ইসলামি শরীয়তের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। এটি একটি ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হাদিসেও এর গুরুত্ব বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে ওয়াক্তমতো নামাজ আদায়ের ওপরও। ওয়াক্তমতো নামাজ আদায় করা মহান রবের নিকট প্রিয় একটি আমল।
পবিত্র কোরআনে মহাল আল্লাহ বলেন, ‘যখন তোমরা সালাত (নামাজ) পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে, তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসা, আয়াত: ১০৩)।
আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.) বলেন, আমি রাসুল (সা.) কে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। ইবনু মাসঊদ (রা.) পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। ইবনু মাসঊদ (রা.) আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসুল (সা.) বললেন, এরপর আল্লাহর পথে জিহাদ বা জিহাদ ফী সাবিলিল্লাহ। (সহিহ বুখারি, হাদিস: ৫০২)
আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন- মুনাফিকদের জন্য সবচাইতে ভারী সালাত হলো এশা ও ফজরের সালাত। তারা যদি এই দুই সালাতে কী মর্যাদা আছে জানতে পারতো, তবে হামাগুড়ি দিয়ে হলেও এ দুই সালাতে উপস্থিত হতো। (সহিহ মুসলিম, হাদিস: ১৩৫৭)
আবদুল্লাহ ইবনু ওমর ইবনু আ’স (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুলুল্লাহ (সা.) কে সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন- ফজরের সালাতের ওয়াক্ত সূর্যের ঊর্ধ্বাংশের উদয় না হওয়া পর্যন্ত। জোহরের সালাতের ওয়াক্ত মধ্যাকাশ থেকে সূর্য ঢলার পর আসরের সময় না হওয়া পর্যন্ত। আর আসরের ওয়াক্ত সূর্য হলুদ না হওয়া এবং তার নিম্নাংশ অস্ত না যাওয়া পর্যন্ত। একইভাবে মাগরিবের সালাতের ওয়াক্ত সূর্যাস্ত থেকে শাফাক (সূর্যের লাল আভা) গায়েব না হওয়া পর্যন্ত। এছাড়া এশার সালাতের ওয়াক্ত অর্ধরাত্রি পর্যন্ত। (সহিহ মুসলিম, হাদিস: ১২৬৫)
ফজর নামাজ কাজা হলে আদায়ের বিধান
কোনো মুমিনের ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করার সুযোগ নেই। এটি কবিরা গোনাহ। তবে ভুলবশত কিংবা অন্য কোনো বিশেষ কারণে কোনো ওয়াক্তের নামাজ ছুটে গেলে সেই নামাজ পরবর্তীতে কাজা আদায় করতে হয়। বিশেষ করে ফরজ কিংবা ওয়াজিব নামাজ ছুটে গেলে তার কাজা আদায় করা আবশ্যক।
অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে, যে ওয়াক্তের নামাজ কাজা হবে, পরের ওয়াক্তের সালাত আদায়ের আগে সেই কাজা আদায় করতে হবে। অর্থাৎ, কারও যদি যোহরের ওয়াক্ত ছুটে যায়, তাহলে আসরের ওয়াক্তের আগে তাকে যোহরের কাজা আদায় করতে হবে। এ ক্ষেত্রে শুধু ফরজ নামাজ আদায় করলেই হবে। সুন্নত না পড়লে অসুবিধা নেই। আর কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে সূরা-কেরাত মূল নামাজের মতোই হবে।
অবশ্য ফজরের নামাজ যদি ছুটে গেলে সে ক্ষেত্রে কাজা আদায়ের সময় দুই রাকাত সুন্নত আদায় করা উত্তম। হযরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত হাদিস অনুযায়ী, রাসুল (সা.) এক সফরে ছিলেন। ওই সফরের মধ্যে তিনি সফরসঙ্গীদের বললেন, তোমরা আমাদের ফজরের নামাজের প্রতি দৃষ্টি রাখ। কিন্তু ফজরের সময় কেউ উঠতে পারেননি। পরে রৌদ্রের তাপ গায়ে লাগার পর ঘুম থেকে উঠলে ওই স্থান থেকে কিছুটা দূরে গিয়ে সবাই অজু করেন। পরে বিলাল (রা.) আজান দেওয়ার পর প্রথমে সবাই ফজরের দুই রাকাত সুন্নত এবং তারপর দুই রাকাত ফরজ আদায় করেন। (সুনান আবু দাউদ: ৪৩৭)।
আরটিভি/এফএ
জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ
সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু করেছে। ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে।
সোমবার (২৮ অক্টোবর) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরব আমিরাতে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়েছে। হিজরি পঞ্চম মাস জমাদিউল আউয়াল মাসের চাঁদের ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। আগামী ৩ নভেম্বর এই মাসের চাঁদ দেখা যেতে পারে। এরপরই জানা যাবে কবে শুরু হবে রমজান।
আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর বলে জানিয়েছেন দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।
প্রসঙ্গত, সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরুর একদিন পর বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে।
আরটিভি/এসএপি
হাতে আইফোন ১৬ দেখলেই ধরিয়ে দেওয়ার অনুরোধ
বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ না করায় আইফোন ১৬ ও অ্যাপলের নতুন সকল পণ্য আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া সরকার।
সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইকোনোমিক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার আইনে দেশটিতে যেকোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট ক্রয় বাজেটের ৪০ শতাংশ স্থানীয় পণ্য বা সেবায় ব্যয় করতে হবে। সেই হিসেবে দেশটিতে মোট ১০৯ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাপল। একই সঙ্গে ইন্দোনেশিয়ায় অ্যাপল একাডেমি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান করারও প্রতিশ্রুতি দিয়েছিল বহুজাতিক কোম্পানিটি। তবে সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে অ্যাপল।
ইন্দোনেশিয়া সরকার বলছে, অ্যাপল মাত্র ৯৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ফলে কোম্পানিটির পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
আইফোন ১৬, অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর মতো এই কোম্পানির সকল নতুন পণ্যকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইকোনোমিক টাইমস জানিয়েছে, ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় থেকে আইফোনের ইএমইআই সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে। ফলে কেউ নতুন আইফোন ব্যবহার করতে পারবে না। কারো হাতে আইফোন ১৬ দেখা গেলে সেটা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। যদিও এরই মধ্যে প্রায় ৯ হাজার আইফোন ১৬ ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে।
আরটিভি/এসএপি
৬৫০ সিসির নতুন মোটরসাইকেল আনছে রয়েল এনফিল্ড
বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় শুরুতেই থাকে রয়্যাল এনফিল্ড। যান্ত্রিক দুই চাকার জগতে ঐতিহ্য ও রাজকীয়তার মিশেল হিসেবে অভিহিত করা হয় বিখ্যাত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলকে। বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয় এই বাইক বাংলাদেশের বাইকপ্রেমীদের কাছেও সমান জনপ্রিয়। শুরু থেকেই একই ডিজাইনে ভিন্ন ভিন্ন মডেলে বাজারে আসছে বাইকটি। ষাটের দশকে এর যেমন জনপ্রিয়তা ছিল, তেমনি আশির দশকে, এমনকি একবিংশ শতাব্দীতে এসে একই রয়েছে।
এবার বিখ্যাত এই মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড ৬৫০ সিসি ইঞ্জিনের নতুন মোটরসাইকেল আনছে। যার মডেল রয়েল এনফিল্ড ইন্টারসেপ্টার বিয়ার ৬৫০। এটি একটি স্ক্র্যাম্বলার বাইক। রয়েল এনফিল্ডের প্রসিদ্ধ মডেল ইন্টারসেপ্টার প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই মডেল। এই মডেলে বেশ কিছু পরিবর্তন নজরে পড়বে। যেমন ইঞ্জিন ও ডিজাইন এর আলাদা।
দর্শনের দিক থেকে ইন্টারসেপ্টার ৬৫০-এর কাছাকাছি হলেও নতুন মডেলে বেশ কিছু পার্থক্য বর্তমান। এর ডিজাইনে আরও বেশি স্ক্র্যাম্বলার বৈশিষ্ট্য প্রকট হয়েছে। এর সঙ্গে দেওয়া হয়েছে উজ্জ্বল কালার স্কিম, নতুন এগজস্ট সিস্টেম এবং ফ্ল্যাট সিট।
ইন্টারসেপ্টার বিয়ার ৬৫০ পাঁচটি নতুন কালার অপশনে বেছে নেওয়া যাবে। এর লঞ্চের নির্দিষ্ট সময়কাল সম্পর্কে এখনও মুখ খোলেনি রয়েল এনফিল্ড। আগামী ৫ নভেম্বর ভারতের বাজারে বাইকটি লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, এতে থাকছে টেলিস্কোপিক ইউনিটের পরিবর্তে ইউএসডি ফ্রন্ট ফর্ক। পেছনে থাকছে ডুয়েল শক। এর সঙ্গে এলইডি হেডলাইট এবং ইনবিল্ট নেভিগেশন সহ টিএফটি ড্যাশ, ডুয়েল চ্যানেল এবিএসের দেখা মিলবে।
রয়েল এনফিল্ড ইন্টারসেপ্টার বিয়ার ৬৫০ মডেলে শক্তির উৎস হিসাবে থাকছে ৬৫০ সিসি প্যারালাল টুইন মোটর। এটি থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫৭ এনএম টর্ক উৎপন্ন হবে। এমনিতে এই ইঞ্জিন থেকে ৫২ এনএম টর্ক পাওয়া যায়। মোটরকে সঙ্গ দিতে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স।
আরটিভি/এফআই
সিম ও চার্জ ছাড়াই এবার স্মার্টফোন চলবে চিন্তার মাধ্যমে!
নেই সিম, নেই চার্জ দেওয়ার ঝামেলা, বাজারে আসতে চলেছে নতুন ২৫ হাজার স্মার্ট ফোন। তা-ও আবার সেটা পৃথিবীর শীর্ষ ধনকুবের ইলন মাস্কের টেসলার স্মার্ট ফোন। ইলন মাস্কের কথা হয়তো অনেকেই শুনেছেন। তিনি একজন প্রযুক্তিপ্রেমী। সবসময় উদ্ভাবনী প্রযুক্তি প্রকাশ্যে আনেন।
এরই ধারাবাহিকতায় নতুন ধরনের এই ফোন নিয়ে কাজ করছেন ইলন মাস্কের প্রতিষ্ঠান। এই ফোনের নাম পাইফোন। শোনা যাচ্ছে আইফোনকে টেক্কা দিতে পাইফোন আনছে টেসলা ও স্পেস এক্সের এই কর্ণধার।
জানলে অবাক হবেন ইলন মাস্কের পাইফোন চার্জ দিতে হবে না। এমনকি এই ফোন চালাতে লাগবে না সিমও। ধারণা করা হচ্ছে এই ফোন বাজারে আসলে স্মার্টফোনের ধারণাটাই পাল্টে দেবে। পাইফোন নিয়ে কয়েক মাস ধরে এমনই জল্পনায় সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। পাইফোনের বেশ কিছু ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
পাইফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চার্জিং। আইফোন হোক বা স্মার্ট ফোন, চার্জ দিতে হলে বিদ্যুৎ লাগবেই। তবে নতুন এই স্মার্ট ফোনে আর তার প্রয়োজন নেই। স্বয়ংক্রিয়ভাবেই চার্জ হবে ফোন। কেবল আলো পেলেই হবে। কারণ, ইলন মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে পাইফোন। স্টারলিঙ্কের নিজস্ব একটি বিশ্বব্যাপী কভারেজ নেটওয়ার্ক রয়েছে। আসলে স্টারলিঙ্ক হলো স্যাটেলাইট বেস কানেকশন সিস্টেম।
সৌর শক্তি থেকে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়াকে কাজে লাগিয়ে চার্জিং ফেসিলিটি থাকলেও এই ফোন নাকি সূর্যের আলো ছাড়া সাধারণ আলোতে রাখলেও চার্জ হবে। প্রয়োজন হবে না কোনো ইন্টারনেটেরও।
শোনা যাচ্ছে, এই ফোনের মধ্যে থাকবে ব্রেন কানেকটিভিটি চিপ। যার ফলে আপনি যা ভাববেন, আপনার ফোন তা বুঝে সেই অনুযায়ী কাজ করবে। এই ফোন দিয়ে চালানো যাবে টেসলার গাড়িও।
পাইফোনের দামও নাকি থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। কিন্তু ভাইরাল ভিডিওর আদৌ সত্যতা আছে? নাকি পুরোটাই গুজব। হ্যাঁ, পুরোটাই গুজব। ভাইরাল ভিডিওর এক বিন্দু সত্যতা নেই। ইলন মাস্ক নিজেই পাইফোনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সাফ বলে দিয়েছেন, ‘আমরা এরকম কোনো ফোন তৈরি করছি না।’
তাহলে এমন গুজব ছড়াল কেন? এর পেছনেও রয়েছেন ইলন মাস্ক। না, সরাসরি নয়, তবে পরোক্ষভাবে। গত বছর ‘অল্টারনেটিভ ফোন’ নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছিলেন ধনকুবের। তারপর থেকেই টেসলা এমন ফোন আনতে পারে বলে জল্পনা ডালপালা মেলে। সোশ্যাল মিডিয়াতেই ফোনের রূপরেখা তৈরি করে ফেলেন অতিউৎসুক নেটিজেনরা।
আরটিভি/এফআই