বিজ্ঞাপন
আম্মু আমার জবাফুলের মতো
লজ্জাতে লাল চক্ষু অবনত
গন্ধ বিলায় যেন গোলাপ-রানি
আম্মু আমার ঠান্ডা কলের পানি।
আম্মু আমার নীল আকাশের দিল
আতরমাখা জোসনা কী স্বপ্নীল
হাসনাহেনার ডালে জোনাক পোকা
আম্মু আমার শিউলি থোকা থোকা।
বিজ্ঞাপন
সন্ধ্যা নদীর ইলিশ ধরা দিন
আম্মু আমার একের ভেতর তিন
কাঠগোলাপের মতোই সাদাসিধা
আম্মু আমার ছেলের সুখে ফিদা।
বউ কথা কও কোকিল পাখির সুর
আম্মু আমার ছন্দ সমুদ্দুর
ফসল ভরা মাঠের পরে মাঠ
আম্মু আমার শাহজাদি সম্রাট।
একজীবনে সুখের ডালি ভরা
আম্মু আমার গান কবিতা ছড়া
চোখ জুড়ানো পাগল করা ছবি
আম্মু আমার দীপ্ত আলোর রবি।