ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়বৃষ্টি থাকবে যতদিন

অরটিভি নিউজ

সোমবার, ২৭ মে ২০২৪ , ০১:০৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। এটির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে কয়েক ঘণ্টার ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে। একই সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাবে ও কমবে তাপমাত্রা।

বিজ্ঞাপন

রোববার (২৬ মে) দিবাগত রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থা নিয়ে এসব তথ্য জানান।

আবুল কালাম মল্লিক বলেন, ‘রেমালের শক্তিমাত্রা এখনও অব্যাহত রয়েছে। রাতেও অব্যাহত থাকবে। স্থল অতিক্রম করার সময় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার (২৭ মে) সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হবে। সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
 
তিনি বলেন, ‘রেমাল রাত ৯টায় উপকূল অতিক্রম শুরু করে। ঘণ্টায় ১৫ থেকে ১৮ কিলোমিটার গতিতে এগুচ্ছে। পুরো জার্নি শেষ পাঁচ-ছয় ঘণ্টা লাগতে পারে।’
  
এই আবহাওয়াদিব বলেন, প্রবল ঘূর্ণিঝড় রেমাল সর্বোচ্চ ১৮ কিলোমিটার গতিতে উপকূল অতিক্রম করছে। বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর খেপুপড়া এবং পশ্চিমবঙ্গে টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়টি। এরপর দুর্বল হয়ে স্থলভাগে উঠবে।’
 
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের কেন্দ্রে  দমকা হাওয়া সর্বোচ্চ ১০০-১২০ কিলোমিটার গতিবেগ পাওয়া যেতে পারে। যেহেতু উপকূল অতিক্রম করে ক্রমান্বয়ে উত্তরে ঢুকে পড়ছে। রাতে বাতাসের গতিবেগ বাড়তে পারে। তবে এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ বাতাসের গতিবেগ পটুয়াখালীতে ঘণ্টায় ৮৯ কিলোমিটার।’
 
আবুল কালাম জানান, যেহেতু জোয়ারের সময় ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হেনেছে, সেহেতু ৮ থেকে ১২ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |