ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ঢাকায় সূর্যের দেখা নেই, তবুও গরম কেন?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ , ১০:০৭ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে সূর্যের আলো নেই। অথচ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। এ কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম পড়ছে। বাংলাদেশের ভেতরে এখন মৌসুমি বায়ুর প্রভাব অনেক বেশি। অনেক এলাকায় বৃষ্টিও হচ্ছে। কিন্তু ঢাকার আবহাওয়া ব্যতিক্রম। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে পাবনা, যশোর ও চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার আজকের তাপমাত্রা ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ঢাকায় সূর্যের দেখা নেই। তাও অনেক গরম। কারণ হচ্ছে, বর্ষার সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এ সময় তাই অস্বস্তিকর গরম লাগে। 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |