• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ছড়া ও গল্প প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করল কোয়ান্টাম

আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২৪, ২০:৫৮
ছড়া ও গল্প প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করল কোয়ান্টাম
সংগৃহীত ছবি

বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে আয়োজিত শিশুতোষ ছড়া ও গল্প প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করল মেডিটেশন চর্চাকারী স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।

শনিবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে প্রতিযোগিতার ২৪ জন বিজয়ীর প্রত্যেককে ১০ হাজার টাকার বই ও সনদ তুলে দেওয়া হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক ও খ্যাতিমান ছড়াকার আনজীর লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রাচীণ শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কচি কাঁচার মেলার সভাপতি অধ্যাপক ড. রওশন আরা ফিরোজ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম এদেশের সম্পদ। আমরা যন্ত্রের (মোবাইল) দাস হবো না, যন্ত্র আমাদের দাস হবে। দেশের জন্যে তরুণদের জাগতে হবে। তাহলেই ভালো দেশ গড়ে তোলা সম্ভব হবে।

বিজয়ীসহ প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে সৃজনশীল এমন আয়োজন শিশু-কিশোরসহ অংশগ্রহণকারীদের মেধা বিকাশে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন অতিথিরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ
শেখ কামাল ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত
আলোকিত ভাবনার আহ্বানে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপিত