ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

রাসুল (সা.) ও চার খলিফার আংটিতে যা লেখা ছিল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ , ০৫:৫৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

অলংকার মানুষের রুচিবোধ, ব্যক্তিত্ববোধ, আর্থিক অবস্থা ও জীবনাচারের প্রকাশ ঘটায়। ইসলাম বরাবরই সৌন্দর্যবোধকে পছন্দ করে। আগের যুগের মতো বর্তমানেও আংটি সভ্যতার প্রতীক হিসেবে গণ্য। প্রাচীন যুগ থেকেই রাজা-বাদশাহ ও সম্মানিত ব্যক্তিরা আংটি পরতেন। হযরত সুলাইমান (আ.) ও দানিয়াল (আ.)-এর আংটির কথা ইতিহাসে পাওয়া যায়।

বিজ্ঞাপন

আংটিতে বিশেষ চিহ্ন সংবলিত মোহর থাকত, যা দ্বারা দলিল-দস্তাবেজে সিল মারা হতো। এর মোহর অঙ্কন পাথর ইত্যাদির খোদাইয়ে করা হতো। তাতে নাম, গুরুত্বপূর্ণ চিহ্ন ও বাণী ইত্যাদি লেখা থাকত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) ও চার খলিফার আংটিতে কী লেখা ছিল তার বর্ণনা নিম্নে উল্লেখ করা হলো—

রাসুল (সা.)-এর আংটির বিবরণ

বিজ্ঞাপন

নবীজি (সা.) যখন রাজা-বাদশাহদের ইসলামের দাওয়াতি চিঠি পাঠানোর ইচ্ছা করলেন তখন তিনি রুপার একটি আংটি বানালেন, যার মধ্যে ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বাক্যটি অঙ্কিত ছিল। (বুখারি, হাদিস : ৬৫)

অন্য বর্ণনায় আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নবীজি (সা.)-এর আংটিতে তিন লাইনে বাক্যটি অঙ্কিত ছিল। সর্বনিম্নে ‘মুহাম্মাদ’, মাঝে ‘রাসুল’ এবং ওপরে ‘আল্লাহ’ শব্দটি। (বুখারি, হাদিস : ৩১০৬)

যেহেতু রাসুলুল্লাহ (সা.)-এর আংটিতে আল্লাহর নাম লিখিত ছিল, তাই ইস্তিঞ্জায় যাওয়ার সময় ওই নামের সম্মানার্থে তিনি আংটিটি খুলে রাখতেন। (তিরমিজি : হাদিস ১৭৪৬)

বিজ্ঞাপন

আংটিটি মৃত্যু পর্যন্ত রাসুলুল্লাহ (সা.)-এর হাতে ছিল। তাঁর ইন্তেকালের পরে আবু বকর (রা.)-এর হাতে, এরপর ওমর (রা.)-এর হাতে, এরপর উসমান (রা.)-এর হাতে ছিল। দুর্ভাগ্যক্রমে তা উসমান (রা.)-এর হাত থেকে ‘আরিস’ নামক কূপে পড়ে গেলে অনেক খোঁজাখুঁজির পরও আর পাওয়া যায়নি। (বুখারি, হাদিস : ৫৮৭৩)

চার খলিফার আংটিতে যা লেখা ছিল

খলিফা আবু বকর (রা.)-এর আংটিতে লেখা ছিল: 
‘নি’মাল ক্বা-দিরু আল্লাহ’
‘অর্থাৎ আল্লাহ তাআলা সর্বোত্তম ক্ষমতাবান।’ (তারিখে ইবনে কাসির ৭/২৩)

আমিরুল মুমিনিন ওমর (রা.)-এর আংটির লিপি: 
‘কাফা বিল মাউতি ওয়াইযান ইয়া উমার’
‘হে ওমর! নসিহতের জন্য মৃত্যুই যথেষ্ট।’ (ইবনে কাসির ৭/১৫১)

আমিরুল মুমিনিন উসমান (রা.)-এর আংটির লিপি:
‘আ-মানতু বিল্লাহি মুখলিসান’ 
অর্থাৎ আমি একনিষ্ঠভাবে আল্লাহর ওপর ঈমান আনলাম। (সিরাতে হালবিয়্যা ১/৩৯০)

অন্য একটি বর্ণনায় এসেছে, তাঁর আংটিতে লেখা ছিল :

‘আ-মানতু বিল্লাহিল্লাযি খালাক্বা ফাসাউয়া’ 
‘আমি আল্লাহর ওপর ঈমান আনলাম, যিনি সৃষ্টি করেছেন, অতঃপর সুগঠিত করেছেন।’

অন্য একটি বর্ণনায় এসেছে: 
‘আ-মানতু বিল্লাহিল আযিম’
‘আমি আল্লাহর ওপর ঈমান আনলাম, যিনি মহান।’ (ইবনে কাসির ৭/২৩৯)

আমিরুল মুমিনিন আলী (রা.)-এর আংটির লিপি :
‘আল-মুল্কু লিল্লাহ’
‘রাজত্ব একমাত্র আল্লাহর।’ (সিরাতে হালবিয়্যা ১/৩৯০)

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |