• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বুধবার এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত

আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২৪, ১৭:২৭
এইচএসসি ও সমমান পরীক্ষা
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান সহিংস পরিস্থিতিতে আগামী ১১ আগস্টের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত হবে আগামীকাল বুধবার।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সে কারণে আমরা ১১ আগস্টের এইচএসসি পরীক্ষার বিষয়ে আগামীকাল (বুধবার) সিদ্ধান্ত নেব।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করা হয়।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসি পাস শিক্ষার্থীদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা
এইচএসসি পাসে ইবনে সিনায় চাকরির সুযোগ, থাকবে ওভার টাইম
এইচএসসিতে বৃত্তি পেলেন ৩১৮৬ শিক্ষার্থী
চাকরি দেবে ইবনে সিনা, থাকবে যেসব সুবিধা