মুক্তিযোদ্ধা কোটার শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে কর্মরত আছেন তাদের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
রোববার (২৫ আগস্ট) যুগ্মসচিব মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে অদ্যাবধি কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক মোতাবেক একটি পূর্ণাঙ্গ তথ্য আগামী বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২:০০ ঘটিকার মধ্যে নিয়োগ শাখার মেইলে পাঠানোর অনুরোধ করা হলো।
নির্দেশনায় একটি ইমেইল যোগ করা হয়েছে। এরপর এ ইমেইলে ad.recruitdpe@yahoo.com এক্সেল ফরমেটে সফটকপি ও পিডিএফকপি পাঠাতে বলা হয়েছে।
বিষয়টি অতীব জরুরি বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন