• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৫
সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
ফাইল ছবি

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হতে পারে নিম্নচাপে। এর ফলে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা সপ্তাহজুড়েই অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির কারণে কিছুটা কমতে পারে তাপমাত্রা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়ে দেশের প্রতিটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে এর পরিমাণ বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৫ শতাংশ স্থান পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনার পাশাপাশি রাজশাহীতেও ৫০ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার তা আরও বেড়ে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট এই ৪ বিভাগের ৭৫ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়ার আভাস
দুদিনের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়াতে পারে শৈত্যপ্রবাহ
শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
তাপমাত্রা ৩ ডিগ্রিতে নামার সম্ভাবনা