• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

নতুন বন্ধু পাতানোর দিন আজ

ফিচার ডেস্ক

  ১৯ অক্টোবর ২০২৪, ১৩:৫০
ছবি: সংগৃহীত


বন্ধুহীন মানুষ ভাবা যায় না। বন্ধুহীন কেউ হয়তো তাপস, নাহয় উন্মাদ। সময়ের পরিক্রমায় জীবনে জড়িয়ে যায় নানান বন্ধু। কিন্তু আষ্টেপৃষ্ঠে আমৃত্যু থাকে কতজন। জীবনকে যাপনের একপর্যায়ে বন্ধু হারিয়ে যায়, অথবা যোগাযোগ শিথিল হয়ে পড়ে। কিন্তু তাই বলে একদম বন্ধুহীন হয়ে পড়ে না কেউ। একান্ত আপন কথা কিংবা সুখ-দুঃখ ভাগ করতে কেউ-না কেউ জুটেই যায়।

আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু পাতানোর দিন। হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয় ২০০৬ সালে। প্রথমবারের মতো পালিত হয় ২০০৭ সালে। ২০১২ সালে সামাজিকমাধ্যমে দিনটি ব্যাপক সাড়া ফেলে।

দিবসটি পালন করতে নতুন বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন অথবা কাউকে নতুন বন্ধুর স্বীকৃতিও দিতে পারেন। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই কোনো না কোনোভাবে নতুন বন্ধু তৈরি হচ্ছেই।

আরটিভি/টিআই

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি বঙ্গবন্ধুর দালাল: শাওন
বিদেশে বন্ধু থাকবে, প্রভুত্ব মেনে নেব না: জামায়াতের আমির
‘জোর করে আমাকে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বানানো হয়েছে’
যে কারণে ‘বন্ধু’ বাবা সিদ্দিকের শেষবিদায়ে গেলেন না শাহরুখ