• ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

পুনর্গঠিত হলো কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড

আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৭:৩৭

পুনর্গঠন করা হয়েছে কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

এ বিষয়ে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী গণমাধ্যমকে বলেন, ‌গণ-অভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ সেপ্টেম্বর ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছিল। দুজন সদস্যের পদত্যাগের কারণে এখন নতুন দুজন যুক্ত হয়েছেন।

তারা হলেন, কথা সাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন।

এ ছাড়া সদস্য হিসেবে আছেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক লীনা তাপসী খান।

পদাধিকার অনুযায়ী সদস্য হিসেবে আছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব-যুগ্মসচিব (সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রতিনিধি।

ট্রাস্টি বোর্ডে চেয়ারম্যান হিসেবে আছেন কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। পদাধিকার অনুযায়ী কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন তিনি।

উল্লেখ্য, বোর্ডের সদস্য বেগম আকতার কামাল ও কবি আবদুল হাই শিকদার পদত্যাগ করায় নতুন করে দুজনকে যুক্ত করা হয়েছে। ট্রাস্টি বোর্ডের মেয়াদ কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ এর ৬নং ধারা অনুযায়ী বলবৎ থাকবে।

আরটিভি/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় ইরানের মহাকবি হাফিজ ও জাতীয় কবি নজরুলের স্মরণে আলোচনা
আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড গঠিত
কবি নজরুলের দুই স্ত্রীর ভূমিকায় থাকছেন যারা
গবির ট্রাস্টি বোর্ডে নতুন সভাপতি, রেজিস্ট্রার তাসাদ্দেককে অব্যাহতি