• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু, মানতে হবে যেসব শর্ত

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ১৬:৫৩
ফাইল ছবি

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ’র নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। আবেদনের সময় পারস্পরিক বদলির সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং এনটিআরসিএর সুপারিশপত্র সংযুক্ত করতে হবে।

বদলিপ্রত্যাশীরা এই সময়ের মধ্যে www.dshe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

মানতে হবে যেসব শর্ত

বদলির বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন ‘বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা-২০২৪’ জারি করা হয়।

নীতিমালার অনুচ্ছেদ ৩-এ বলা হয়েছে, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে এবং অনুচ্ছেদ ৪-এ বদলির সাধারণ শর্তাবলিতে উল্লেখ করা হয়, শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্রসহ পারস্পরিক বদলির অবেদনই বিবেচনা করা হবে।

চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না। তবে নারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন।

বদলিপ্রত্যাশী শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরিজীবনে একবার বদলি হওয়ার সুযোগ থাকবে।

অনলাইনে আবেদন করার সময় অবশ্যই এ-সম্পর্কিত নির্দেশিকা ভালো করে পড়ে আবেদন করার জন্য অনুরোধ করেছে অধিদপ্তর।

এর আগে, গত ১১ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পদ্ধতিতে এনটিআরসিএ সনদ যাচাইয়ের সিদ্ধান্ত
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শুরু, প্রশ্নফাঁসে ব্যবস্থা নেবে এনটিআরসিএ
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল এনটিআরসিএ