রাবি উপাচার্য বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদকে ভূষিত
বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বাস) স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। ২০১৬ সালে তিনি ফিজিক্যাল সায়েন্সেস ক্যাটেগরিতে সিনিয়র গ্রুপে এই পদকের জন্য মনোনীত হয়েছিলেন।
শনিবার (৯ নভেম্বর) বাস আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বর্ণপদক প্রদান করা হয়।
রাবি উপাচার্যের এই অর্জনে রোববার (১০ নভেম্বর) উপউপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপাচার্য দপ্তরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
রাবির অন্য যারা এবার পদক ও পুরস্কার অর্জন করেছেন তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তারা এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়িয়েছেন। বাস স্বর্ণপদক অর্জনে রাবি এবার শীর্ষে আছে। এটিও আনন্দের বিষয়। তাদের এই অর্জন আমাদের গবেষকদের ভবিষ্যত অর্জনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রসঙ্গত, উপাচার্য ছাড়া বিভিন্ন ক্যাটেগরিতে রাবির অন্য চার জন শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী যথাক্রমে প্রফেসর আলফাজ উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগ (২০১৭, সিনিয়র ক্যাটেগরি), প্রফেসর ফাহমিদা পারভীন, পদার্থবিজ্ঞান বিভাগ (২০১৭, জুনিয়র ক্যাটেগরি), প্রফেসর মো. ফরহাদুল ইসলাম, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ (২০২২, জুনিয়র ক্যাটেগরি) এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর আশরাফ আলী, বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত (২০২৩, জুনিয়র ক্যাটেগরি) এবার পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া ২০১৩ সালের ড. এম ও গণি মেমোরিয়াল স্বর্ণপদক অর্জন করেছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর রঞ্জিত কুমার বিশ্বাস।
আরটিভি/একে
মন্তব্য করুন