আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

আরটিভি নিউজ

বুধবার, ২০ নভেম্বর ২০২৪ , ০৩:২৯ পিএম


আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর
ফাইল ছবি

ডিভাইসের নিরাপত্তাবিষয়ক ত্রুটি সারাতে আইফোনের জন্য নতুন আইওএস ১৮.১.১ সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে অ্যাপল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নাইন টু ফাইভ ম্যাক।

প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনের সকল ব্যবহারকারীরকে আইওএস ১৮.১.১ আপডেটটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে অ্যাপল। আইফোন ছাড়া আইপ্যাড ও ম্যাকের জন্য নতুন ১৮.১.১ আপডেট এসেছে কোম্পানিটি। তবে কোনো ত্রুটির জন্য আপডেটটি নিয়ে আসা হয়েছে তা জানানো হয়নি।

বিজ্ঞাপন

আইফোন বা আইপ্যাডে আপডেটটি ইনস্টল করবেন যেভাবে

১. আইফোনের বা আইপ্যাডের সেটিংসে প্রবেশ করুন।

২. এরপর জেনারেল অপশনে ট্যাপ করুন ও সফটওয়্যার আপডেট সেকশনে যান।

বিজ্ঞাপন

৩. আপডেটটি ফোনে এসে গেলে আইওএস ১৮.১.১ বা আইপ্যাডওএস ১৮.১. ১ ফাইলটি দেখা যাবে। আপডেটটি ডাউনলোড করুন। ডাউনলোড করার পর সঙ্গে সঙ্গে ইনস্টল করতে পারবেন বা ‘রিমাইন্ড মি লেটার’ অপশনে ট্যাপ করলে তা পরে সুবিধাজনক সময়ে ইনস্টল করা যাবে।

৪. ইনস্টলের ক্ষেত্রে আইফোন বা আইপ্যাড রিস্টার্ট নেবে। ডিভাইসটি চালু হওয়ার জন্য অপেক্ষা করুন। এর মধ্যে ফোনের পাওয়ার বাটনে ট্যাপ করা যাবে।

ইনস্টলের ক্ষেত্রে অনেক সময় ফোনের পাসকোডও চাইতে পারে ডিভাইসটি।

আরটিভি/এসএপি-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission