ঢাকা

চট্টগ্রামে তারুণ্যের উচ্ছ্বাসের দিনব্যাপী কবিতা উৎসব ২২ নভেম্বর

শিল্প-সাহিত্য ডেস্ক

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ১০:৪৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

‘চট্টগ্রাম কবিতার শহর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’-এর উদ্যোগে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কবিতা উৎসব-২০২৪।’ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ইস্পাহানী টি লিমিটেড নিবেদিত দিনব্যাপী এ আয়োজন উৎসর্গ করা হয়েছে দেশবরেণ্য শিক্ষাবিদ ও ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হকের স্মৃতির প্রতি।

বিজ্ঞাপন

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে,  শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কবিতা উৎসব উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। উদ্বোধনী আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে অতিথি থাকবেন চিটাগাং জুট ম্যানুফ্যাকচার কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার সাহাবুদ্দীন আহমেদ, দেশের বরেণ্য আবৃত্তিকার অঞ্চল চৌধুরী, নাট্যজন ও সংগঠক স্বপন মজুমদার, সংস্কৃতিজন ডা. আলী আসগর চৌধুরী, সংস্কৃতিজন ও সংগঠক ডা. এস এম সারওয়ার আলম, সাংস্কৃতিক সংগঠক সজল চৌধুরী প্রমুখ। 

সকালের আয়োজনে আবৃত্তি, কবিতা ও ছড়াপাঠ পরিবেশন করবেন দেশের বরণ্যে আবৃত্তিশিল্পী, কবি ও ছড়াকাররা। এদিন বেলা সাড়ে ১১টায় শতাধিক শিশুশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘শিশু প্রহর’। এতে শিশুদের কণ্ঠে থাকবে একক ও বৃন্দ পরিবেশনা।

বিজ্ঞাপন

বৈকালিক আয়োজনের শুরুতে বিকেল ৩টায় রয়েছে কবিতার গান। বিকেল সাড়ে ৪টায় থাকবে ‘চট্টগ্রাম কবিতার শহর’ শিরোনামের কথামালা পর্ব। এ পর্বে অতিথি থাকবেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল মালেক (কবি মালেক মুস্তাকিম) এবং সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম-এর সভাপতি ফারুক তাহের। উৎসবে সন্ধ্যায় আবৃত্তি করবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত শিল্পীরা এবং কবিতা ও ছড়াপাঠে থাকবেন চট্টগ্রামে বসবাসরত দেশের নন্দিত কবি ও ছড়াকাররা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |