• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

চট্টগ্রামে তারুণ্যের উচ্ছ্বাসের দিনব্যাপী কবিতা উৎসব ২২ নভেম্বর

শিল্প-সাহিত্য ডেস্ক

  ২১ নভেম্বর ২০২৪, ১০:৪৩
ছবি: সংগৃহীত

‘চট্টগ্রাম কবিতার শহর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’-এর উদ্যোগে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কবিতা উৎসব-২০২৪।’ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ইস্পাহানী টি লিমিটেড নিবেদিত দিনব্যাপী এ আয়োজন উৎসর্গ করা হয়েছে দেশবরেণ্য শিক্ষাবিদ ও ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হকের স্মৃতির প্রতি।

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কবিতা উৎসব উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। উদ্বোধনী আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে অতিথি থাকবেন চিটাগাং জুট ম্যানুফ্যাকচার কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার সাহাবুদ্দীন আহমেদ, দেশের বরেণ্য আবৃত্তিকার অঞ্চল চৌধুরী, নাট্যজন ও সংগঠক স্বপন মজুমদার, সংস্কৃতিজন ডা. আলী আসগর চৌধুরী, সংস্কৃতিজন ও সংগঠক ডা. এস এম সারওয়ার আলম, সাংস্কৃতিক সংগঠক সজল চৌধুরী প্রমুখ।

সকালের আয়োজনে আবৃত্তি, কবিতা ও ছড়াপাঠ পরিবেশন করবেন দেশের বরণ্যে আবৃত্তিশিল্পী, কবি ও ছড়াকাররা। এদিন বেলা সাড়ে ১১টায় শতাধিক শিশুশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘শিশু প্রহর’। এতে শিশুদের কণ্ঠে থাকবে একক ও বৃন্দ পরিবেশনা।

বৈকালিক আয়োজনের শুরুতে বিকেল ৩টায় রয়েছে কবিতার গান। বিকেল সাড়ে ৪টায় থাকবে ‘চট্টগ্রাম কবিতার শহর’ শিরোনামের কথামালা পর্ব। এ পর্বে অতিথি থাকবেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল মালেক (কবি মালেক মুস্তাকিম) এবং সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম-এর সভাপতি ফারুক তাহের। উৎসবে সন্ধ্যায় আবৃত্তি করবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত শিল্পীরা এবং কবিতা ও ছড়াপাঠে থাকবেন চট্টগ্রামে বসবাসরত দেশের নন্দিত কবি ও ছড়াকাররা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাট প্রেসক্লাবে কবিতা উৎসব 
নোয়াখালীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবিতা উৎসব