কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার
দেশের বরেণ্য কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ অনুষ্ঠান শুরু হবে।
পারফর্মিং আর্ট সেন্টার, অন্যধারা, মনন সাহিত্য আসর, কণ্ঠস্বর প্রকাশনী, প্রতিবিম্ব প্রকাশ, মহাকাল এবং শব্দকুঠি সাহিত্য অঙ্গনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বারডেম কার্ডিয়াক হাসপাতালের নির্বাহী প্রধান প্রফেসর ডা. এম এ রশীদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ রুহুল কবির রিজভী।
এ ছাড়া আরও থাকবেন সাবেক সংসদ সদস্য কবি নূরুল ইসলাম মণি, প্রকৌশলী মো. খালেকুজ্জামান, বিপণন ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, কবি মতিন বৈরাগী, ড. মাহবুব হাসান, কবি মোহন রায়হান, কবি মনজুরুর রহমান, নজরুল গবেষক ও সচিব এ এফ এম হায়াতুল্লাহ, অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ওয়াহিদা বানু, ডাইনামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান, যশোর সমিতির মহাসচিব কথাশিল্পী মো. লুৎফর রহমান ও কবি আমিনুল ইসলাম।
জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানে আবৃত্তি ও সঙ্গীতে অংশ নেবেন দেশের খ্যাতিমান আবৃত্তিকার ও শিল্পীরা।
আরটিভি/টিআই
মন্তব্য করুন