• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

এবার ঘটানো হচ্ছে কৃত্রিম সূর্যগ্রহণ!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩
সংগৃহীত ছবি

প্রযুক্তিকে কাজে লাগিয়ে সূর্যকে আরও বিশদভাবে গবেষণা করার জন্য কৃত্রিম সূর্যগ্রহণ করার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। এজন্য মহাকাশে স্যাটেলাইটও পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদনে বলা হয়েছে, এই মিশনের নাম হবে ‘প্রোবা-৩’। মিশনটি ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) মাধ্যমে সংঘটিত হবে। মিশনে দুটি স্যাটেলাইট আছে, যার একটি স্যাটেলাইট সূর্যকে ঢেকে রাখবে ও অন্য স্যাটেলাইটটি এ ঘটনা পর্যবেক্ষণের পাশাপাশি তা রেকর্ড করবে।

এপি জানায়, এ জটিল কাজটি করার জন্য মহাকাশযানের যে ছায়া তৈরি হবে, অপর স্যাটেলাইটকে সে অনুসারে অবশ্যই একটি নির্দিষ্ট অবস্থানে থাকতে হবে। এর মানে হচ্ছে, স্যাটেলাইট দুটি সূর্য সাপেক্ষে এক মিলিমিটারের বেশি এদিক-ওদিক সরবে না।

মিশনের শুরুতে মহাকাশযান দুটি একসঙ্গে উৎক্ষেপণ করা হবে। তবে প্রায় ১৮ মিনিটের পর একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। পাশাপাশি লেজার ও আলোক সেন্সর ব্যবহার করে ১৪৪ মিটার দূরত্বে পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত, কতটা মারাত্মক এটি
চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার উন্নতি
মৃত মানুষকে জীবিত করতে যাচ্ছে বিজ্ঞানীরা!
বিজ্ঞানীদের সতর্কতা ভেঙে মঙ্গলে ১০ লাখ বসতি গড়তে চান ইলন মাস্ক