ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নির্দেশ ববি প্রশাসনের

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ১১:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিল, মিটিং এবং যেকোনো থরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেহেতু গত ১১ আগস্ট ২০২৪ তারিখে রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশিত অফিস আদেশ অনুযায়ী (স্মারক নং- বিইউ/রেজি/প্রশাসন/বিধি ও নীতিমালা/ভলি- ৩/৫০১/২০২৩/৩৬১৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। কাজেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো প্রকার রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিল, মিটিং কিংবা যে কোন প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণে বিরত থাকার জন্য সকলকে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। শিক্ষার্থীদের দাবির মুখে ৮৫তম সিন্ডিকেটের সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

আরটিভি/একে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |