• ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নির্দেশ ববি প্রশাসনের

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪
বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নির্দেশ ববি প্রশাসনের
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিল, মিটিং এবং যেকোনো থরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।

রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেহেতু গত ১১ আগস্ট ২০২৪ তারিখে রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশিত অফিস আদেশ অনুযায়ী (স্মারক নং- বিইউ/রেজি/প্রশাসন/বিধি ও নীতিমালা/ভলি- ৩/৫০১/২০২৩/৩৬১৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। কাজেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো প্রকার রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিল, মিটিং কিংবা যে কোন প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণে বিরত থাকার জন্য সকলকে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হলো।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। শিক্ষার্থীদের দাবির মুখে ৮৫তম সিন্ডিকেটের সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

আরটিভি/একে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
যে কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে নিষিদ্ধ করল আইসিসি 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর মাইক বাজিয়ে অনুষ্ঠান নিষিদ্ধ
ইসকন নিষিদ্ধ ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ