• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

দেড় হাজার দুস্থ মানুষের পাশে ব্রাইট

আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:০৪
ছবি: সংগৃহীত

দেড় হাজার দুস্থ মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি তানভির আহমেদ সুমন বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ব্রাইট। প্রতি বছরের মতো এবারও হতদরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছি।

তিনি বলেন, এবার দেড় হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।

এ সময় সংগঠনটির সহসভাপতি মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম খান, যুগ্ম সম্পাদক মুরাদ আলম মনির, মো. ফজলে রাব্বী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন, সদস্য সাইফুল মাসুদ, জিসান ও আমির হোসেন বাবু উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ টাকায় তিন রকমের সবজি বীজ বিক্রি 
নিখোঁজ জেলের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার দায়িত্ব নিলো স্বেচ্ছাসেবী সংগঠন
বন্যাদুর্গত পাঁচ শতাধিক পরিবারকে ত্রাণ দিলো শাবির ‘কিন’
বন্যার্তদের পাশে হিলির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন