যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট: আজহারী

আরটিভি নিউজ

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ , ০৮:৪৪ এএম


যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট: আজহারী
ফাইল ছবি

যৌবনকালের ইবাদতকে লাভজনক একটি ইনভেস্টমেন্ট (বিনিয়োগ) বলে আখ্যায়িত করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এক ভিডিওতে যৌবনকালের ইবাদতের গুরুত্বকে এভাবেই তুলে ধরেন তিনি।

মাওলানা মিজানুর রহমান তার ওই ভিডিওতে বলেন, যৌবনকালে আল্লাহ তায়ালার দাসত্ব, ইবাদত করতে পারলে বৃদ্ধ বয়সে ইবাদত করতে না পারলেও আল্লাহ তায়ালা আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৃদ্ধ বয়সে কোমরে ব্যথা, ডায়াবেটিস বা কোনো কারণে ফজরে উঠতে পারছেন না, আল্লাহ বলবেন, যুবক অবস্থায় কি করেছে তা দেখো। ওই সময় যা করেছে তা লিখে দাও আমলনামায়। এজন্য আল্লাহর রাসূল সা. যৌবনকালকে কাজে লাগাতে বলেছেন।

রাসূল সা. পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা বিষয়কে মূল্যায়ন করতে বলেছেন। এরমধ্যে একটি হচ্ছে, যৌবনকাল। তিনি বলেছেন— তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। অসুস্থতার আগে সুস্থতাকে কাজে লাগাও। গরিব হওয়ার আগে সম্পদকে কাজে লাগাও। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। এজন্য যৌবনকালকে কাজে লাগাতে হবে।

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। ২০২০ সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে ৪ বছর পর ২ অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি। তবে, মাত্র ৯ দিন দেশে অবস্থানের পর ১১ অক্টোবর আবারও মালয়েশিয়া চলে যান জনপ্রিয় এ ইসলামি আলোচক।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission