ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ইসলামিক ফাউন্ডেশনে নতুন ডিজি নিয়োগ

আরটিভি নিউজ

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ০৭:২৩ পিএম


loading/img
ফাইল ছবি

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে আব্দুস সালাম খান নিয়োগ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়,  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনার বিচারক ছালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একইসঙ্গে তার চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ৬ নভেম্বর বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে যোগদান করতে দেওয়া হয়নি।

সালাম খান ১৮তম বিসিএসে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ সেশনের ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি প্রতিষ্ঠান। ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশবলে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ২৮ মার্চ ১৯৭৫ সালে ‘ইসলামিক ফাউন্ডেশন’ অ্যাক্ট প্রণীত হয়।  

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |