এক বছরে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০১২১৪
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০২৪ সালে ৫৭৫ জনের মৃত্যু এবং ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গেল বছরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৫ জন হাসপাতালে, ফেব্রুয়ারিতে ৫ জনের মৃত্যু এবং ৩৩৯ জন হাসপাতালে, মার্চে ৬ জনের মৃত্যু এবং ৩১১ জন হাসপাতালে, এপ্রিলে ২ জনের মৃত্যু এবং ৫০৪ জন হাসপাতালে, মে মাসে ১২ জনের মৃত্যু এবং ৬৪৪ জন হাসপাতালে, জুনে ৮ জনের মৃত্যু এবং ৭৯৮ জন হাসপাতালে, জুলাইয়ে ১৪ জনের মৃত্যু এবং ২ হাজার ৬৬৯ জন হাসপাতালে, আগস্টে ৩০ জনের মৃত্যু এবং ৬ হাজার ৫২১ জন হাসপাতালে, সেপ্টেম্বরে ৮৭ জনের মৃত্যু এবং ১৮ হাজার ৯৭ জন হাসপাতালে, অক্টোবরে ১৩৫ জনের মৃত্যু এবং ৩০ হাজার ৮৭৯ জন হাসপাতালে, নভেম্বরে ১৭৩ জনের মৃত্যু এবং ২৯ হাজার ৬৫২ জন হাসপাতালে, ডিসেম্বরে ৮৭ জনের মৃত্যু এবং ৯ হাজার ৭৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গত এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৩৯ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এরপর ঢাকা উত্তর সিটিতে মারা গেছেন ১০৪ জন।
এ ছাড়া এ সময়ে সবচেয়ে বেশি ২১ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ভর্তি হন। ১৭ হাজার ৮৭৯ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
আরটিভি/আরএ/এআর
মন্তব্য করুন