• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মুগ্ধকে নিয়ে পাঠ্যবইয়ে অসম্পূর্ণ তথ্য, যা জানালেন এনসিটিবি চেয়ারম্যান

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৫, ১০:১৪
ফাইল ছবি

২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে অসম্পূর্ণ তথ্য রয়েছে। লেখা হয়েছে পানি বিতরণ করতে করতে মুগ্ধ নিহত হয়েছেন। কিন্তু কীভাবে এই বীর নিহত হয়েছেন তার বিবরণ দেওয়া হয়নি।

জানা গেছে, পঞ্চম শ্রেণির ‘আমার বাংলা বই’ বইয়ে ‘আমরা তোমাদের ভুলবো না’ শিরোনামের অধ্যায়ে মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে লেখা হয়েছে। তবে মুগ্ধ কীভাবে মারা গেছেন লেখায় সে তথ্য নেই। ‘আমরা তোমাদের ভুলবো না’ শিরোনামে লেখাটির শেষ অংশে উল্লেখ আছে, ‘সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল এক গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীর মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন। নিহত হন নাফিজ, নাফিসা, আনাসসহ অগণিত প্রাণ। মায়ের কোলের শিশু, বাবার সাথে খেলতে থাকা শিশু, রিকশাওয়ালা, শ্রমিক, কৃষক, ফেরিওয়ালা, চাকরিজীবী, মা, পথচারী কেউ বাদ যায় না। সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে। আহত হন অসংখ্য মানুষ। তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন। সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটা দেশের জন্যই তারা শহীদ হয়েছেন। আমরা তাদের কখনো ভুলবো না।’

‘আমরা তোমাদের ভুলবো না’ লেখাটিতে মুগ্ধ আহত হয়ে মারা গেছেন বা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, সেই তথ্য নেই। ‘পানি বিতরণ করতে করতে মারা গেছেন’ তথ্যটি অসম্পূর্ণ। কারণ, সরকারি ভাষ্য অনুযায়ী ‘মুগ্ধ নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে’।

অন্যদিকে, ‘নিহত হন নাফিজ, নাফিসা, আনাসসহ অগণিত প্রাণ’ এ তথ্যও অসম্পূর্ণ বা আংশিক। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪ সালের অভ্যুত্থানে প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় শহীদ ৮২৬ জন এবং আহতের সংখ্যা ১১ হাজার ৩০৬ জন। যদিও তালিকা তৈরি বিষয়টি চলমান।

সংশ্লিষ্টরা জানান, সেই হিসাবে নিহত হওয়ার সংখ্যা অগণিত বলার সুযোগ নেই। গোনা যাবে না এমন নয়। গাণিতিকভাবে ভুল শব্দ প্রয়োগ করা হয়েছে পাঠ্যবইয়ে, যা ঠিক হয়নি।

এসব বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘ভুল সংশোধনের জন্য আমরা ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছি। অনলাইনে বই সংশোধন করা হয়েছে। যেসব বই এখনও ছাপা হয়নি সেখানে সংশোধন করে দেওয়া হয়েছে। যেগুলো ছাপা হয়েছে তার জন্য বিদ্যালয়গুলোতে সংশোধনী পাঠানো হচ্ছে শিগগিরই।’

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারির মধ্যে সব পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যবইয়ের পিডিএফ ডাউনলোড করবেন যেভাবে
পাঠ্যবইয়ে ভুল, মৃত্যুর ২২ বছর পর প্রমথ চৌধুরীর জন্ম
পাঠ্যবই দেশে ছাপানোয় বিতরণে বিলম্ব হচ্ছে: শিক্ষা উপদেষ্টা