• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিবকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৫, ২৩:৫৭
ছবি : সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্ত রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সহকারি সচিব ডা. মো. সাইফুল ইসলামকে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চ নামের একটি সংগঠন।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চের সদস্য সচিব ডিকে সোলায়মান, আহ্বায়ক জাকি সুমন এবং যুগ্ন আহবায়ক নাসির হোসেন মানববন্ধনে এ দাবি করেন।

ডিকে সোলায়মান বলেন, আমাদের হাতে বিভিন্ন দালিলিক প্রমাণ এসেছে। এতে দেখা গেছে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ডা. সাইফুল ইসলামকে বঙ্গবন্ধুর সৈনিক ও তার পরিবারের সবাইকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় হিসেবে প্রত্যায়ন করা হয়েছে। এ ছাড়াও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মজিবুর রহমান ফকির এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালীর সুপারিশও নিয়েছেন ডা. সাইফুল ইসলাম। তারা সবাই ডা. সাইফুল ইসলামকে সহকারি সচিব থেকে উপসচিব পদে প্রমোশনের জন্য সুপারিশ করে গেছেন। তিনি সহকারি সচিব থাকাকালীন আওয়ামী লীগের মন্ত্রী এমপির সুপারিশে অনুষদের সাথে সম্পর্কিত নয় এমন বিষয়ে সার্জারিতে কোর্স করার জন্য প্রেষণে ছুটি নেন। কিন্তু তিনি কোর্স সম্পন্ন না করায় অনুষদে অভিজ্ঞতা না থাকায় অনুষদের পদোন্নতি কমিটি তার পদোন্নতিতে অপারগতা প্রকাশ করেন। এরপরও তিনি ফ্যাসিষ্ট সরকারের প্রভাব ঘাটিয়ে পদোন্নতির সুপারিশ করান।

সোলায়মান আরও বলেন, এতো এতো দালিলিক প্রমাণ থাকার পরও তিনি কী করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন? তাকে অবশ্যই রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে টেনে হিঁচড়ে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।

ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চের আহ্বায়ক জাকি সুমন বলেন, আমরা সময়ক্ষেপণ চাই না। সচিবালয়ে ফ্যাসিস্টদের লাগানো ভয়াবহ আগুনের কথা আমরা জানি। ডা. সাইফুল ইসলামের মতো ভারতের ও আওয়ামী লীগের দালাল যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থাকে, আবার বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগবে। তারা সরকারকে বিপদে ফেলার জন্য ওঁৎ পেতে আছে। সাইফুল ইসলামকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনে যাব আমরা।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল
ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে ভ্যাটবৃদ্ধি: প্রেস সচিব 
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের ওপর খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব 
বাড়ল জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ