• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

মেডিকেল ভর্তি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:২৮
ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠেয় এমবিবিএস ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীগণ প্রবেশপত্র, কালো রংয়ের বলপয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ধরনের কলম, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেক্ট্রনিক ডিভাইস আনতে পারবেন না। কেন্দ্র/ভেন্যুর গেট খুলবে সকাল ৮টায় এবং বন্ধ হবে সকাল ৯টা ৩০ মিনিটে।

সকাল ৯টার মধ্যে পরীক্ষা হলে পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবককে অনুরোধ করা যাচ্ছে।

আরটিভি/ এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, জবি শাখার তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ
‘পরীক্ষা শেষে হলের সিট প্ল্যান পরিবর্তন করা হয়েছে’
মেডিকেল ভর্তি পরীক্ষার্থীর ওএমআর শিট ছিঁড়ে ফেলার অভিযোগ মিথ্যা!
শিক্ষার্থীর কাছে ওএমআর শিট ছেঁড়ার অভিযোগ শুনে যা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী