ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও পরিবারের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে মেডিপ্লাসের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা ও পরামর্শ দেন।
এ দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউর সদস্য ও পরিবারের প্রায় ২০০ জন সেবা গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি ও আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন। ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় ও কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোশারফ হোসেন খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কল্যাণ সম্পাদক রফিক মৃধা।
প্রধান অতিথি ইলিয়াস হোসেন বলেন, স্বাস্থ্য সেবা আমাদের মৌলিক অধিকারের একটি। কিন্তু আমরা এখনো সঠিকভাবে এই সেবাটি পাই না। আর সাংবাদিকরা স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই অসচেতন। এক্ষেত্রে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সারা বছর এই ধরনের ক্যাম্প আয়োজনের মাধ্যমে সদস্যদের সেবা দিয়ে থাকে। ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে সদস্য ও পরিবারের সদস্যরা উপকৃত হবেন বলে আশা রাখি।
এসময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোশারফ হোসেন খন্দকার বলেন, সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। দাঁতের যত্ন নিতে হবে। সাংবাদিকরা পেশাগত কাজে ব্যস্ত থাকে, কিন্তু স্বাস্থ্য নিয়ে আলসেমি করলে চলবে না। ধানমন্ডিতে থাকা তার নিজস্ব চেম্বারে ৫০ শতাংশ কমিশনে ডিআরইউ সদস্যদের চিকিৎসা দেয়ার ঘোষণা দেন তিনি।
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ সদস্যরা কাজের ব্যস্ততায় স্বাস্থ্য নিয়ে খুব একটা ভাববার সময় ও সুযোগ পান না। তাই অনেকটা অবহেলিতই থাকে স্বাস্থ্য সেবার বিষয়টি। সারাবছর সদস্যদের সব রকম চিকিৎসা সহায়তা দেয়ার চেস্টা করবে বর্তমান কমিটি। এজন্য সকলের সহযোগীতা কামনা করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাবেক কার্যনির্বাহী সদস্য কুদরাত-ই খোদা।
অনুষ্ঠানে ডিআরইউ’র সহসভাপতি গাযী আনোয়ার, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান ও কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী উপস্থিত ছিলেন।
আরটিভি/ ডিসিএনই
মন্তব্য করুন