৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ফরম পূরণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের কারিগরী বিষয়ে পরামর্শ ও সহায়তা দিতে হেল্প লাইন চালু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তার সই করা এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পরীক্ষা দিতে ইচ্ছুক ব্যক্তিরা ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১ ও ০১৫৫৫৫৫৫১৫২ এই চারটি নম্বরে এ সংক্রান্ত সহায়তা নিতে পারবেন। প্রতি কর্ম দিবসে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত এই নম্বরে যোগাযোগ করা যাবে।
--------------------------------------------------------
আরও পড়ুন : আজও হতে পারে ঝড়-বৃষ্টি
--------------------------------------------------------
গত ১০ এপ্রিল সকাল ১০টা থেকে এই বিশেষ বিসিএসের জন্য অনলাইনে ফরম জমা নেয়া শুরু হয়েছে। ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষার্থী ফরম পূরণ করতে পারবেন।
এই বিসিএসের মাধ্যমে সরকার প্রায় ৫ হাজার ডাক্তার নিয়োগ দেবে।
আরও পড়ুন :
এসআর/সি