ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আরটিভি-ডয়েচে ভেলের ৫ পাঁচদিনের কর্মশালা শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৮ অক্টোবর ২০১৮ , ০৮:১৬ পিএম


loading/img

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে 'সোশ্যাল মিডিয়া ট্রেনিং : ফেইক নিউজ, ভেরিফিকেশন অ্যান্ড কমিউনিটি ম্যানেজমেন্ট' শীর্ষক ৫ পাঁচদিনের কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশের আরটিভি ও জার্মানির গণমাধ্যম ডয়েচে ভেলে যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে।

বিজ্ঞাপন

আজ (সোমবার) রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মিডিয়া ভবনে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও আরটিভি অনলাইনের প্রধান সম্পাদক সৈয়দ আশিক রহমান।

তিনি বলেন, সাংবাদিকতার মান উন্নয়ন ও দক্ষ সংবাদকর্মী গড়ে তুলতে এমন আয়োজন করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

ডিডব্লিউর প্রশিক্ষক জেসি উইনগার্ডের তত্ত্বাবধানে এবারের কর্মশালায়, দেশের বিভিন্ন টেলিভিশন মিডিয়া ছাড়াও অনলাইন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। কর্মশালা পরিচালনা করছেন ডয়েচে ভেলে অ্যাকাডেমির প্রশিক্ষক জেসি উইনগার্ড। কর্মশালাটি চলবে শুক্রবার পর্যন্ত।  

ডয়েচে ভেলে বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ সংস্থা। যা বাংলাভাষাতেও সংবাদ পরিবেশন করে থাকে। সংবাদের পাশাপাশি মানব সম্পদ উন্নয়নেও তাদের বেশ ভালো ভূমিকা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন : 

বিজ্ঞাপন

এসজে / জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |