ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

র‌্যাগিংয়ের অভিযোগে জাবির ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

জাবি প্রতিনিধি

রোববার, ০৩ মার্চ ২০১৯ , ১০:১৩ পিএম


loading/img

র‌্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজ।

বহিষ্কার থাকাকালীন সময়ে তারা হলে অবস্থান ও যেকোন ধরণের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

বিজ্ঞাপন

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, জাহানারা ইমাম হলের শিক্ষার্থী কিফায়াত সাদমান ইশাদি ও রুবাইয়া বিনতে হাশেম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থী অংকন ভদ্র, সাইফুর রহমান সরকার, নাজ্জাশি সুলতান এবং মওলানা ভাসানী হলের শিক্ষার্থী রাকিব হোসেন ও তানভীর আহমেদ শুভ।

তারা সবাই পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী।

এদিকে র‌্যাগিংয়ের এই ঘটনা অধিক তদন্তের জন্য নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মজিবর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মুহাম্মদ তারেক ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসনের উদ্যোগে পরপর দুইদিন র‌্যাগিং সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আর/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |