অবশেষে প্রথম নারী সাধারণ সম্পাদক পেলো জাতীয় প্রেসক্লাব। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটিতে সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক ফরিদা ইয়াসমিন। শনিবারের নির্বাচনে তিনি ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
বাংলাদেশ নারী নেতৃত্বে এরই মধ্যে প্রশংসা কুড়িয়ে বিশ্বব্যাপী। যা অনেক দেশের জন্য এখন অনুসরণীয়। ফরিদা ইয়াসমিনের জয়ের মধ্য দিয়ে সে অর্জন আরেকধাপ এগিয়ে গেলো বলে মনে করছেন সাংবাদিকরা।
সাংবাদিক ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাবের টানা তিনবারের নির্বাচিত সদস্য। শেষবার তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এ নারী পড়াশোনা অবস্থাতেই সাংবাদিকতা শুরু করেন। দৈনিক বাংলার বাণী হয়ে তিনি দৈনিক মুক্তকণ্ঠ ও যুগান্তরে কাজ করেছেন। প্রায় দু’দশক ধরে আছেন দৈনিক ইত্তেফাকে।
ফরিদা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনেরও ভাইস প্রেসিডেন্ট।
এসজে/ জেএইচ