ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

তাপস- আতিকের পক্ষে ভোটের মাঠে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০ , ০১:৫৬ পিএম


loading/img
ফাইল ছবি

ঢাকা সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটের মাঠে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। দুই সিটি কর্পোরেশনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের পক্ষে ভোটারদের ঘরে ঘরে ছুটছেন সংগঠনটির কর্মীরা। 

বিজ্ঞাপন

মহিলা ও তরুণ ভোটারদের মন জয় এবং আশ্বস্ত করতে অতীত কর্মকাণ্ড ও নতুন প্রতিশ্রুতি তুলে ধরছেন তারা।

জানা গেছে, গত এক সপ্তাহে উত্তরা, ধানমন্ডি, বসুন্ধরা, খিলক্ষেত, বনানী, মহাখালী, বাড্ডা, গুলশান, রামপুরা, আগারগাঁও, শেরে বাংলা নগর এলাকায় প্রচারণায় অংশ নিয়েছেন তারা। এছাড়া কলাবাগান, নীলক্ষেত, মগবাজার, কাকরাইল, জিগাতলা, রায়েরবাজার এলাকাতেও প্রচারণা করেছেন তারা। 

বিজ্ঞাপন

বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাহিদ হোসেন পারভেজ আরটিভি অনলাইনকে বলেন, নির্বাচন পরিচালনা কমিটিতে আমাকে ও সাধারণ সম্পাদক আজিজুল হক সম্রাটকে সহকারি সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা নিজেদের মধ্যে ওয়ার্ড অনুযায়ী ভাগ প্রচারণায় অংশ নিচ্ছি।

সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট বলেন, কেন্দ্রীয় নির্দেশনা শতভাগ পালনে আমরা সচেষ্ট আছি। ইতিমধ্যেই ৩৬ টি ওয়ার্ডে সমন্বয় টিম গঠন করে আমরা নৌকার প্রচারণায় প্রতি পাড়া, মহল্লা ও ঘরে ঘরে গিয়ে কাজ করছি। স্বাধীনতার মার্কা নৌকার পক্ষে মানুষের অবিচল আস্থা আছে। তাই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। শেষ দিন পর্যন্ত আমাদের প্রচারণা অব্যাহত থাকবে।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |