ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

করোনা: লিট ফেস্ট হচ্ছে না এবার

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ , ০২:৪২ পিএম


loading/img
ঢাকা লিট ফেস্ট

২০২১ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ঢাকা লিট ফেস্টের দশম আসর স্থগিত করেছে। করোনা সংক্রমণের কারণে এটি পিছিয়ে ২০২২ সালে আয়োজন করা হবে। 

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরু থেকেই শীতকালীন জনপ্রিয় একটি বার্ষিক আয়োজন ছিল ঢাকা লিট ফেস্ট। সবার জন্য উন্মুক্ত থাকায় প্রতি বছরই লিট ফেস্টে ব্যাপক জনসমাগম হতো। সবশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত নবম লিট ফেস্টে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক আসরে বৈচিত্র্যময় অনুষ্ঠান ও দেশ-বিদেশের বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতি থাকতো এই সম্মেলনে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আমরা আমাদের আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়ে শঙ্কিত। এ কারণে আমরা দুঃখের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, আমাদের দশম আসরটি ২০২১ সালের জানুয়ারির পরিবর্তে ২০২২ সালে অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে মনে করছে আয়োজক কর্তৃপক্ষ।


এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |