• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২০, ২০:৩৫
nordem,
ফাইল ছবি

রাজধানীর নটর ডেম কলেজে ২০২০-২১ শিক্ষার্বষে একাদশ শ্রেণি ভর্তিতে ভার্চুয়ালি লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ সোমবার (১৭ আগস্ট) কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নটর ডেম কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ভার্চুয়ালি লিখিত পরীক্ষা ১৮ই আগস্ট অনুষ্ঠিত হবে না। এ পরীক্ষার তারিখ ও সময় শিক্ষার্থীদের আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভার্চুয়ালি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের সংশয় দূর করার জন্য ১৯শে আগস্ট ডেমো টেস্টের ব্যবস্থা করা হয়েছে। ডেমো টেস্টের পর চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও লিংক শিক্ষার্থীদের আবেদনপত্রে দেয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। পাশাপাশি কলেজের নিজস্ব ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

তাছাড়া শিক্ষার্থীদের কলেজের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি আবেদনপত্রে প্রদত্ত নিজস্ব মােবাইল নম্বরে এসএমএস লক্ষ্য করার জন্য বলা হয়।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপিওভুক্ত মাদরাসার নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ