ঢাকাশনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাষাশহীদদের প্রতি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের শ্রদ্ধা 

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ০৭:৫৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। 

বিজ্ঞাপন

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাব সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়া, সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা ভাট্টাচার্য, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদৎ হোসেনসহ অন্যান্য কার্যনির্বাহী ও সহযোগী সদস্যরা।

বিজ্ঞাপন

সংগঠনটির সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। ভাষা আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। যে বীর সন্তানেরা তাদের জীবনের বিনিময়ে এ ভাষা আমাদের ফিরিয়ে দিয়েছে, আজকের এ দিনে সেই বীরদের জানাই শ্রদ্ধা ও সালাম। সেই সঙ্গে আমরা যেনো আমাদের এ মাতৃভাষার মান সমুন্নত রাখতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। ভাষার অপব্যবহার রোধ হোক আমাদের এ দিবসের অঙ্গীকার। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |