আরটিভিতে সংবাদ প্রকাশের পর নোবিপ্রবির ২ হলের ডাইনিং-ক্যান্টিন চালু

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ১০:৫৩ পিএম


নোবিপ্রবি
ছবি: আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ক্যান্টিন ও প্রায় সাত মাস পর ভাষা শহীদ আব্দুস সালাম হলের ডাইনিং চালু  হয়েছে। এর আগে হল দুটোর ডাইনিং-ক্যান্টিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি তুলে ধরে সংবাদ প্রকাশ করে আরটিভি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. অবন্তি বড়ুয়া হলের ক্যান্টিন ও সালাম হলের প্রভোস্ট ড. কাউসার হোসেন ডাইনিং খোলার বিষয়টি নিশ্চিত করেন।

হল সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাস থেকে ভাষা শহীদ আব্দুস সালাম হলের ডাইনিং বন্ধ ছিল। ফলে দীর্ঘ সাত মাস যাবত ডাইনিং সুবিধা থেকে বঞ্চিত ছিল হলের আবাসিক শিক্ষার্থীরা। অন্যদিকে ঈদের বন্ধের পর  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ক্যান্টিন না খোলায় ভোগান্তিতে পড়তে হয়েছিল হলটির আবাসিক শিক্ষার্থীদের।

বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড.অবন্তী বড়ুয়া বলেন, গত রবিবার পুনরায় হল ক্যান্টিন চালু করা হয়েছে। পূর্ববর্তী ক্যান্টিনের চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং ক্যান্টিন সংস্কারের জন্য হল ক্যান্টিন সাময়িক বন্ধ ছিল। হল প্রশাসনের দ্রুততম উদ্যোগে পুনরায় হল ক্যান্টিন চালু করা হয়েছে। এখন থেকে নিয়মিত সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতের খাবার সরবরাহ করা হবে। খাবারের দাম ও মান ঠিক রাখতে প্রভোস্ট বডি সর্বদা মনিটরিং করছে।

তিনি বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে হলকে সুন্দর করে গুছানোর চেষ্টা করেছি।  গত এক বছরে হল ও শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করেছি। এর মধ্যে হল গেটের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, বঙ্গবন্ধু কর্নার ও ফটো গ্যালারি স্থাপন, বিভিন্ন রকমের ফুলের গাছসহ দেড় শতাধিক ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে হলের মেইন ফটক ও চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী দিবস উদযাপন, বিভিন্ন রকমের মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন, প্রায় শতাধিক বইয়ের একটি সংগ্রহশালা স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে।

ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. কাউসার হোসেন বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সালাম হলের ডাইনিং পুনরায় চালু করা হয়েছে। আগে শিক্ষার্থীরাই চালাত ডাইনিং। এবার অভিজ্ঞ এক লোক দেওয়া হয়েছে। তিনি আগে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডাইনিং চালাতেন। খাবারের দাম ও মান ঠিক রাখতে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডাইনিং ভালোভাবে সচল রাখতে হল সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission