ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাবির সিনেট সদস্য হলেন সাদ্দাম

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০ , ১০:৩৯ পিএম


loading/img
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (এম) অনুয়ায়ী তাকে এই মনোনয়ন প্রদান করেন।

বিজ্ঞাপন

গত বছরের ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচজন ছাত্র প্রতিনিধির মনোনয়ন দেন উপাচার্য। ওই পাঁচ সিনেট সদস্য হলেন ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী এবং ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার, ছাত্রলীগের পদচ্যুত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়ার পর গত বছরের ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যের পদ থেকে নিজেই পদত্যাগ করেন শোভন। পাঁচ মাস পদটি ফাঁকা থাকার পর বুধবার ডাকসুর এজিএস সাদ্দামকে এই পদে মনোনয়ন দেন উপাচার্য।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |