• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

চবিতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মার্চ ২০২০, ০৮:৪৮
চবিতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০
ফাইল ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (৪ মার্চ) রাত দুইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর উভয় পক্ষের অন্তত ৫৭ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনসহ আরও কয়েকটি পক্ষ বিজয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে হলের জানালা-দরজায় ভাঙচুর চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর ৫৭ জন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এর আগে বুধবার বিকেলেও ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হন।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার শপিং কমপ্লেক্সের স্ক্রিনে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’
বিমানবন্দরে ছাত্রলীগ নেতা শাহীন গ্রেপ্তার 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী আটক
শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার