ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

চবিতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০ , ০৮:৪৮ এএম


loading/img
ফাইল ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। 

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) রাত দুইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর উভয় পক্ষের অন্তত ৫৭ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। 

জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনসহ আরও কয়েকটি পক্ষ বিজয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে হলের জানালা-দরজায় ভাঙচুর চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। 

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর ৫৭ জন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। 

এর আগে বুধবার বিকেলেও ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |