• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

প্রেসক্লাবের রাহাত খানের জানাজা সম্পন্ন (ভিডিও)

আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২০, ১২:২১
সিনিয়র সাংবাদিক রাহাত খান
সিনিয়র সাংবাদিক রাহাত খানে

জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা সম্পন্ন হয়েছে সিনিয়র সাংবাদিক রাহাত খানের।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এর আগে শুক্রবার রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহাত খান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রাহাত খান। করোনাকালে জটিল চিকিৎসা প্রক্রিয়া হওয়ায় তার সার্জারি করা যাচ্ছিল না বলে বাসাতেই অবস্থান করছিলেন গুণী এই সাংবাদিক।

রাহাত খান বাংলাদেশের খ্যাতিমান একজন কথাশিল্পীও। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তার ছিল অবাধ বিচরণ। সাংবাদিক হিসেবেও রাহাত খানের অবদান উল্লেখযোগ্য। ষাটের দশক থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত ছিলেন। পত্রিকাটির সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • মিডিয়া এর পাঠক প্রিয়