ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মুস্তাফা আর নেই

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ জুলাই ২০২১ , ০২:২৩ পিএম


loading/img
আলোকচিত্রী গোলাম মুস্তাফা

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ আলোকচিত্রী গোলাম মুস্তাফা মারা গেছেন। শুক্রবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) দুপুরে বিশিষ্ট আলোকচিত্রী রফিকুর রহমান রেকু এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

মরহুমের নামাজে জানাজা বাদ জুমা রাজধানীর ইস্কাটন গার্ডেন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। 

জানা গেছে, গোলাম মুস্তাফা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দেশবরেণ্য এই আলোকচিত্রীর প্রয়াণে তার পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। 

বিজ্ঞাপন

আলোকচিত্রী গোলাম মুস্তাফা ১৯৪১ সালের ৩০ নভেম্বর কোলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর তিনি তার দাদার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে চলে আসেন।

একুশে পদক ছাড়াও আলোকচিত্রী গোলাম মুস্তাফা তার কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন শিল্পকলা একাডেমি পুরস্কার, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আজীবন সম্মাননা পুরস্কার, অবিনশ্বর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের আজীবন সম্মাননা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিশেষ সম্মাননা, বিউটি বোর্ডিং আড্ডাবাজ সম্মাননাসহ নানা পুরস্কার।

এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |