ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সাংবাদিক ড. রেজোয়ান সিদ্দিকী আর নেই

আরটিভি নিউজ

বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ , ০১:৩৫ এএম


loading/img
ফাইল ছবি

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী আর নেই। তিনি মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার জানান, চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ড. রেজোয়ান সিদ্দিকীককে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন দৈনিক দিনকালের সাবেক চিফ রিপোর্টার রাশেদুল হক।

সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট রেজোয়ান হোসেন সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে। বাবা মরহুম আতিকুল হোসেন সিদ্দিকী। মা মরহুমা হাওয়া সিদ্দিকী। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |